Logo
SDG In Action At DU: January 2025
  1. ‘গ্রিন ক্যাম্পাস ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা কল্যাণমুখী কাজের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৬৪ জন শিক্ষার্থীকে ‘পেইড ভলান্টিয়ার’ হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়কে গ্রিন, ক্লিন ও দূষণমুক্ত একটি মডেল ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্মারক-এর আওতায় গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশ-এর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৬৪ জন শিক্ষার্থী সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত চারটি শিফটে পার্ট টাইম কাজ করছেন। ক্যাম্পাসের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখা, বৃক্ষরোপণ ও গাছগাছালির পরিচর্যা করা এবং ট্রাফিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন কল্যাণমুখী কাজে তারা দায়িত্ব পালন করছেন।

 

 

 

 

  1. বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগে “Measurement of photo-neutron dose from medical linear accelerator in radiotherapy and associated risk of secondary cancer” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

 

  1. মনোবিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের স্বাস্থ্যবীমা চলমান রয়েছে। অধ্যাপক ড. নজরুল ইসলাম ট্রাস্ট ফাণ্ডের আওতায় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদার করার উদ্যোগ নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের Smith Ketllewell Eye Research Institute এবং যুক্তরাজ্যের University of Bath এবং Bath Spa University -এর সঙ্গে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে ‘Neuroscience Journal Club’ চালুর সিদ্ধান্ত নেয়া হয়।

 

  1. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে ''Psychosocial Training on Mental Health for HIV Service Providers''  শীর্ষক ৩দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক ট্রেনিং আয়োজন করা হয়।

 

  1. বিশ্ব ব্যাংকের HEAT প্রজেক্টের (Higher Education Acceleration and Transformation Project) আওতায় ছাত্র-ছাত্রীদের জন্য আবাসন বৃত্তি চালুর বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। আগামী শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে যেসব ছাত্র-ছাত্রী ভর্তি হবে, তারা এই বৃত্তির আওতায় আসবে বলে আশা করা যাচ্ছে।

 

 

  1. যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর লক্ষ্যে ইতালির ক্যালাব্রিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট-এর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর আলোচনা।

 

  1. ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদে ‘Air Quality Research and Environmental Policy Discussion’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে যুক্তরাষ্ট্রের সেইন্ট লুইস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ কয়েকজন গবেষক ঢাকা শহরের বায়ুর গুণগতমান ও বায়ুদূষণ বিষয়ক পৃথক পৃথক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

 

  1. ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদে ‘Air Quality Research and Environmental Policy Discussion’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে যুক্তরাষ্ট্রের সেইন্ট লুইস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ কয়েকজন গবেষক ঢাকা শহরের বায়ুর গুণগতমান ও বায়ুদূষণ বিষয়ক পৃথক পৃথক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

 

  1. নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয় বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগ হাত-পায়ের অতিরিক্ত ঘাম ও ব্যথা নিরাময়ে বিনামূল্যে সেবা প্রদান করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ দেশের সাধারণ মানুষ এই সেবা গ্রহণ করতে পারবেন। আগামী ১৯ জানুয়ারি থেকে ১৫-দিনব্যাপী এই সেবা প্রদান কার্যক্রম চলবে। বিনামূল্যে সেবা পেতে আগ্রহীরা বিভাগের www.bmpt.du.ac.bd  ওয়েবসাইটে গুগল ফর্ম পূরণ করে নিবন্ধনের মাধ্যমে এই সেবা গ্রহণ করতে পারবেন। উল্লেখ্য, বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগের শিক্ষক ও প্রাক্তন ছাত্রদের প্রতিষ্ঠিত ‘বাইবিট’ নামে একটি মালিকবিহীন সামাজিক প্রতিষ্ঠান কয়েক বছর ধরে এ সংক্রান্ত সেবা প্রদান করে আসছে। হাত-পায়ের অতিরিক্ত ঘাম ও ব্যথা নিরাময়ে উন্নত বিশ্বে ব্যবহৃত প্রযুক্তির স্থানীয়ভাবে উন্নয়ন ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগ এই সেবা প্রদান করে যাচ্ছে। এই সেবা গ্রহণ করে অনেক ভুক্তভোগী স্বাভাবিক জীবন যাপন করছেন।  

 

  1. তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা উপলক্ষ্যে ‘আইআইটি ডে’ উদ্যাপন করা হয়েছে।

 

  1. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ‘Maximizing Accreditation Scope and Ranking Potential’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণের সম্ভাব্যতা নিয়ে যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট বিশেষজ্ঞ ড. আলবার্ট জেমস আর্নল্ড জুনিয়র-এর সঙ্গে উপাচার্যের আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট বিশেষজ্ঞ এই প্রকল্পের অধীনে আন্তর্জাতিক র্যাঙ্কিং, আত্ম-মূল্যায়ন ও গবেষণা ডকুমেন্টেশনসহ বিভিন্ন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষকদের নির্দেশনা প্রদান করবেন।

 

  1. শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার মাধ্যমে সমৃদ্ধ নতুন বাংলাদেশ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বেসরকারি সংস্থা বিড ফাউন্ডেশন (BIID Foundation) যৌথ সহযোগিতামূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণের বিষয়ে আলোচনা।

 

  1. পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটে Opportunities and Challenges in Single-Cell RNA-Seq: Revealing Biomarkers and Regulatory Networks in Early Brain Development এর উপর একটি সেমিনার এবং A reflection on the recent development of the subject area of Statistics and some specific issues of concern for further research- এর উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

 

  1. বিজ্ঞান কারখানায় কারখানার প্রকৌশলী,  টেকনিশিয়ান ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রায় ৩০ জন প্রকৌশলী, টেকনিশিয়ান ও কর্মচারী অংশগ্রহণ করেন। কর্মশালায় বিজ্ঞান কারখানার কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত একটি ভিডিও প্রদর্শন করা হয়।
     
  2. কম্পিউটার বিজ্ঞান বিভাগে ‘Starting a New Academic Research Project: A Set of Recommendations’ এবং ‘Telco to TechCo: Emerging Technologies’ শীর্ষক দু’টি  সেমিনার অনুষ্ঠিত হয়।

 

  1. শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং চীনের ‘ঝেজিয়াং উ অপেরা রিসার্চ সেন্টার’-এর শিল্পীদের অংশগ্রহণে নাটমন্ডলে যৌথ অপেরা প্রদর্শনীর আয়োজন করা হয়। চীনা নববর্ষ ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে ‘স্প্রিং ফেস্টিভ্যাল’-এ অংশ নিতে চীনের ‘ঝেজিয়াং উ অপেরা রিসার্চ সেন্টার’-এর একটি নাট্যদল ঢাকাসহ বিভিন্ন স্থানে অপেরা নাটক প্রদর্শনের জন্য বাংলাদেশে আসে। অনুষ্ঠানে ‘ঝেজিয়াং উ অপেরা রিসার্চ সেন্টার’-এর শিল্পীরা অপেরা সঙ্গীত, অ্যাক্রোবেটিক, দলীয় নৃত্য, সর্পনৃত্যসহ নানা ধরনের নান্দনিক পরিবেশনার মাধ্যমে তাদের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেন। নাট্যিক পরিবেশনার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা দেশজ নাট্যের বিভিন্ন দিক তুলে ধরেন।

 

  1. ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদার করার লক্ষ্যে চারুকলা অনুষদ, নেদারল্যান্ডস দূতাবাস, আর্ট বাংলা ও শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে ‘পুনর্বিবেচনা, পুনর্বিন্যাস, পুনরুদ্ভাবন’ শীর্ষক ওয়ার্কশপের আয়োজন করা হয়। প্রিন্টমেকিং বিভাগ ও কারুশিল্প বিভাগ এবং বৃত্ত আর্টস ট্রাস্ট-এর সমন্বয়ে ‘কোলাবরেটিভ আর্ট ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়। জয়নুল গ্যালারির সামনে দিনব্যাপী আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ে চলমান ক্লিন ক্যাম্পাস কর্মসূচির অংশ হিসেবে মৃৎশিল্প বিভাগের শিক্ষার্থী ও ছাত্র উপদেষ্টার সমন্বয়ে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালিত হয়। প্রাচ্যকলা বিভাগের শিক্ষার্থীদের জন্য ‘পারিপার্শ্বিক পরিবেশ ও প্রকৃতি’ শীর্ষক শিক্ষাসফরের আয়োজন করা হয়।

 

 

  1. মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে স্বাস্থ্যবীমা কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া, বিভাগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রদত্ত টেমপ্লেট অনুসরণে প্রস্তুতকৃত Outcome-Based Education (OBE) Curriculum কর্মশালা অনুষ্ঠিত হয়। 

 

 

  1. পপুলেশন সায়েন্সেস বিভাগের ““Strengthening Research and Knowledge Management Capacity of the Department of Population Sciences, University of Dhaka” শীর্ষক প্রকল্পের পুনর্গঠিত Technical Assistance Project Proforma/Proposal (TAPP) বিষয়ক প্রস্তাবনা সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে।

 

  1. ন্যানোপ্রযুক্তি সেন্টারের উদ্যোগে ‘Nanorevolution in Drug Delivery and Electronics’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে চিকিৎসা বিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে ন্যানোপ্রযুক্তি ব্যবহারের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এতে নানা ধরনের শিল্পখাত ও সেবাখাতে আধুনিক ন্যানোপ্রযুক্তির প্রয়োগ, সম্প্রসারণ এবং অভিযোজনের মাধ্যমে জনকল্যাণ সাধনের উপর গুরুত্বারোপ করা হয়।  বিভিন্ন শিল্পখাত ও সেবাখাতে আধুনিক ন্যানোপ্রযুক্তির প্রয়োগ, সম্প্রসারণ এবং অভিযোজনের মাধ্যমে জনকল্যাণ সাধনের লক্ষ্যে এবং ন্যানোপ্রযুক্তি নির্ভর গবেষণায় বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়  ন্যানোপ্রযুক্তি সেন্টার।

 

  1. ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গবেষণাগারসহ বিভিন্ন ল্যাবরেটরির আধুনিকায়ন, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, চিকিৎসা সেবার উন্নয়নসহ নানা বিষয়ে যৌথ সহযোগিতামূলক কর্মসূচি চালুর ব্যাপারে ‘তার্কিশ কো-অপারেশন এন্ড কো-অর্ডিনেশন এজেন্সির (টিকা)দক্ষিণ এশিয়া বিষয়ক সমন্বয়কারীর সঙ্গে উপাচার্যের আলোচনা হয়েছে। 

 

 

  • Under the ‘Green Campus Clean Campus’ program, 64 students from various departments of the University of Dhaka have been appointed as paid volunteers for various welfare activities. Recently, a Memorandum of Understanding (MoU) was signed between the University of Dhaka and Green Future Foundation Bangladesh with the aim of developing the university as a green, clean, and pollution-free model campus. Under this MoU, with the support of Green Future Foundation Bangladesh, 64 students from different departments of Dhaka University are working part-time in four shifts from 8:00 AM to 9:00 PM. They are responsible for maintaining campus cleanliness and discipline, tree plantation and care, traffic management, and other welfare activities.

  • A seminar titled “Measurement of photo-neutron dose from medical linear accelerator in radiotherapy and associated risk of secondary cancer” was held at the Department of Biomedical Physics and Technology.

  • Health insurance for students is ongoing in the Department of Psychology. Under the Professor Dr. Nazrul Islam Trust Fund, financial assistance for underprivileged students has been ongoing since the 2023–2024 academic year. Efforts have been made to strengthen industry-academia collaboration for students’ mental health. Collaborative education and research initiatives are being strengthened with the Smith-Kettlewell Eye Research Institute (USA), University of Bath, and Bath Spa University (UK). A decision was made to launch a ‘Neuroscience Journal Club’ involving the department’s teachers and students.

  • The Department of Clinical Psychology organized a three-day mental health training titled “Psychosocial Training on Mental Health for HIV Service Providers.”

  • Under the World Bank’s HEAT Project (Higher Education Acceleration and Transformation Project), the provision of housing scholarships for students is currently in process. It is expected that undergraduate students admitted in the upcoming academic year will be eligible for these scholarships.

  • To initiate joint education and research programs, discussions were held between the President of the University of Calabria, Italy, and the Pro-Vice Chancellor (Academic) of Dhaka University.

  • A day-long seminar titled ‘Air Quality Research and Environmental Policy Discussion’ was held at the Faculty of Science, Dhaka University. Professors from Saint Louis University (USA), Associate Professors from McGill University (Canada), the Dean of the Faculty of Science, Stamford University, and professors from BRAC University presented separate research papers on air quality and pollution in Dhaka city.

  • (This point repeats point 7 and can be combined if needed.)

  • Using its own technology, the Department of Biomedical Physics and Technology of Dhaka University will provide free services for the treatment of excessive hand and foot sweating and pain. The service will be available to the university’s teachers, students, staff, and the general public. This service will run for 15 days starting January 19. Interested individuals can register via a Google Form on the department’s website (www.bmpt.du.ac.bd). The department, along with the teacher and alumni-founded nonprofit organization “BIBIT,” has been providing these services for several years, using locally developed advanced technologies for treatment, enabling many recipients to lead normal lives.

  • ‘IIT Day’ was celebrated to welcome new students and bid farewell to outgoing students at the Institute of Information Technology.

  • Discussions were held with U.S. Fulbright expert Dr. Albert James Arnold Jr. on the possibility of implementing a project titled ‘Maximizing Accreditation Scope and Ranking Potential’ to enhance the quality of education and research at Dhaka University. Under this project, international ranking, self-assessment, and research documentation guidance will be provided to the university’s teachers and researchers.

  • Discussions were held with the Ministry of Youth and Sports and the private organization BIID Foundation on joint collaborative initiatives with Dhaka University to develop students as skilled human resources for building a prosperous new Bangladesh.

  • At the Institute of Statistical Research and Training, seminars were held on “Opportunities and Challenges in Single-Cell RNA-Seq: Revealing Biomarkers and Regulatory Networks in Early Brain Development” and “A Reflection on the Recent Development of the Subject Area of Statistics and Some Specific Issues of Concern for Further Research.”

  • A training workshop was organized at the Science Factory to enhance the skills of factory engineers, technicians, and staff, attended by about 30 participants. A brief video presentation on the factory’s operations was also shown.

  • The Department of Computer Science held two seminars titled “Starting a New Academic Research Project: A Set of Recommendations” and “Telco to TechCo: Emerging Technologies.”

  • As part of continuous programs to strengthen friendly relations through educational, research, and cultural exchange activities, a joint opera performance was organized with students of the Department of Theater and Performance Studies, Dhaka University, and artists from China’s Zhejiang Opera Research Center. To celebrate the Chinese New Year 2025 ‘Spring Festival,’ a Chinese theater troupe visited Bangladesh to perform opera in Dhaka and other locations, showcasing acrobatics, group dances, serpent dance, and other aesthetic performances. Dhaka University students presented various aspects of local theater through dramatic performance.

  • To strengthen industry-academia collaboration, a workshop titled “Reconsideration, Reorganization, Revival” was organized jointly by the Faculty of Fine Arts, the Netherlands Embassy, Art Bangla, and the Faculty of Fine Arts Academy. A collaborative art workshop was held involving the Printmaking and Crafts departments and the Circle Arts Trust. A day-long art camp was organized in front of the Zainul Gallery. As part of the ongoing Clean Campus program, students and student advisors of the Ceramics Department conducted special cleanliness activities. An educational tour titled ‘Peripheral Environment and Nature’ was organized for students of the Department of Eastern Art.

  • To ensure health services for students, the Department of Psychology continues its health insurance program. Additionally, an Outcome-Based Education (OBE) Curriculum workshop, prepared following the University Grants Commission template, was held.

  • The proposal for the restructured Technical Assistance Project Proforma/Proposal (TAPP) under the project “Strengthening Research and Knowledge Management Capacity of the Department of Population Sciences, University of Dhaka” has been approved by the government.

  • The Nanotechnology Center organized a seminar titled ‘Nanorevolution in Drug Delivery and Electronics,’ discussing the potential of nanotechnology in medical science and physics. Emphasis was placed on public welfare through the application, expansion, and adaptation of modern nanotechnology across various industries and services. The Nanotechnology Center of Dhaka University is working to advance Bangladesh in nanotechnology-based research.

  • Discussions were held with the South Asia Coordinator of the Turkish Cooperation and Coordination Agency (TIKA) on collaborative programs for modernizing science laboratories, providing student scholarships, and improving medical services at Dhaka University.


© 2025 University of Dhaka. All Rights Reserved.