Logo
SDG In Action At DU: March 2025
  1. ব্রাজিলের প্রধান বিচারপতি মি. অ্যান্টোনিও হারমান বেঞ্জামিন (Justice Antonio Herman Benjamin) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ' Global Trends in Environmental Law and Climate Law ' শীর্ষক এক বিশেষ বক্তৃতা প্রদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদ এই বক্তৃতার আয়োজন করে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, আইনজীবী, গবেষক, পরিবেশকর্মী এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

 

  1. জাপানে অনুষ্ঠিত জেভি ক্যাম্পাস সিম্পোজিয়ামে বিশ্বব্যাপী প্রতিভা লালন, পাঠ্যক্রম উন্নত করা এবং আসিয়ানভুক্ত দেশসমূহের বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক শিক্ষা ও গবেষণা সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভার্চুয়ালি ক্লাস করার সুযোগ প্রদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। জাপানের কোবে বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ‘জয়েন্ট ভার্চুয়াল ক্যাম্পাস (জেভি ক্যাম্পাস)’ সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন। এসময় কোবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিগ্গিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে আলোচনা হয়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, চীন, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া এবং থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের খ্যাতিমান বিশ্ববিদ্যালয়সমূহ ইতোমধ্যেই এই প্রকল্পের অধীনে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছে। সফরকালে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) জাপানের শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘গ্লোবাল নেটওয়ার্ক প্রোগ্রাম’ শীর্ষক পৃথক সিম্পোজিয়ামে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ এবং বিভিন্ন দেশের সরকারের মধ্যে যৌথ সহযোগিতা আরও বৃদ্ধি করার বিষয়ে মতবিনিময় করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কোবে বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ পিএইচডি প্রোগ্রাম চালুসহ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর সঙ্গে কোবে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট-এর আলোচনা অনুষ্ঠিত হয়।

 

  1. ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) বিভিন্ন বিভাগের শিক্ষকদের নিয়ে ‘Training Program: Foundation Certificate in University Teaching and Learning’ শীর্ষক ১৫-দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।  কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন। কর্মশালায় বিভিন্ন বিভাগের ৪৯ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
  2. সামাজিক বিজ্ঞান অনুষদ, জাপান ফাউন্ডেশন এবং প্যান এশিয়া রিসার্চ ইনস্টিটিউট যৌথভাবে জাপান ফাউন্ডেশন ইন্দো-প্যাসিফিক পার্টনারশিপ ফেলোশিপ প্রোগ্রাম আয়োজন করে। সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনের পার্কের ফোয়ারার উন্নয়ন ও পার্কের খাবারের দোকানগুলোর খাবারের মান ও পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে কোষাধ্যক্ষ দফতরে ভ্রাম্যমাণ দোকান পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

 

  1. ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী ‘Annual Stress Management & Well-being Program’ আয়োজন করা হয়। এছাড়া, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের নাসিরুল্লাহ কনফারেন্স হলে এম.এস ২০২৩-২০২৪ সেশনের শিক্ষার্থীদের জন্য ‘My Journey as a PsychologistÕ I ÔExploring and Using Emotions’ শীর্ষক ২টি কর্মশালা আয়োজন করা হয়।

 

 

  1. ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) ‘Higher Studies in France by Campus France Bangladesh’ শীর্ষক ফ্রান্সে উচ্চশিক্ষা বিষয়ক এক সেমিনার আয়োজন করে। বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সেমিনারে প্রধান অতিথি এবং বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশেন গভর্নেন্স, এক্সপারটিজ ফ্রান্স গ্রুপ এএফডি এবং ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ-এর যৌথ সহযোগিতায় এই সেমিনার আয়োজন করা হয়। রাষ্ট্রদূত ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

  1. ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার, শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষক বিনিময়, তুরস্কের দিয়ানেত ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্স পুননির্মাণ, তার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (টিকা)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার এবং বিভিন্ন গবেষণাগার উন্নয়নের বিষয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে উপাচার্যের আলোচনা হয়েছে।  রাষ্ট্রদূত তুরস্কে উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্স পুননির্মাণ এবং মেডিকেল সেন্টার আধুনিকায়নসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও রাষ্ট্রদূত সম্ভাব্য সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

 

 

  1. “নারীর ক্ষমতায়নের জন্য কার্যকর পদক্ষেপ ত্বরান্বিত করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে তাদের সামাজিক কার্যক্রম ও অভিজ্ঞতা তুলে ধরেন। শিক্ষার্থীরা ইন্টারেক্টিভ বিভিন্ন সেশনের মধ্য দিয়ে নারী ও শিশুর প্রতি বিভিন্ন সহিংসতার ধরন, প্রকৃতি এবং প্রতিকারের চিত্র তুলে ধরেন। ১৫ টি বিভাগের ৪০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীরা নতুন বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে একটি ঘোষণাপত্র পাঠ করেন।

 

  1. বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ ‘পরিহারযোগ্য মৃত্যু রোধে আন্তর্জাতিক সচেতনতা দিবস’ পালন করেছে। এ উপলক্ষ্যে প্রশাসনিক ভবন চত্বর থেকে সচেতনতামূলক এক র‌্যালি বের করা হয়। এছাড়া, ‘দুর্যোগের আগাম সতর্কতা: পরিহারযোগ্য মৃত্যু রোধে আন্তর্জাতিক সচেতনতা দিবস’ শীর্ষক এক সেমিনার আয়োজন করা হয়। সেমিনারের ২য় পর্বে আবহাওয়া, জনস্বাস্থ্য, জরুরি প্রতিক্রিয়া এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী, বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকগণ অংশ নেন।

 

  1. তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটে ‘LLMS in Industry and Academia Current Trend’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউটের ডিসট্রিবিউটেড সিস্টেমস এন্ড সফটওয়ার ইঞ্জিনিয়ারিং রিসার্চ গ্রুপ এই কর্মশালার আয়োজন করে। এতে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

 

  1. নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি বিভাগ অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। বিভাগীয় চেয়ারপার্সনসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

 

  1. Special Lecture on Environmental and Climate Law
    Justice Antonio Herman Benjamin, Chief Justice of Brazil, delivered a special lecture titled “Global Trends in Environmental Law and Climate Law” at the Nawab Nawab Ali Chowdhury Senate Building. The Vice-Chancellor of Dhaka University attended as chief guest. The Faculty of Law organized the lecture, which was attended by teachers and students from Dhaka University and other universities, lawyers, researchers, environmentalists, and representatives of various organizations.

  2. Participation in Japan’s JVC Campus Symposium
    The Pro-Vice Chancellor (Academic) of Dhaka University attended the Joint Virtual Campus (JVC) Symposium in Japan, hosted by Kobe University. Discussions focused on nurturing global talent, curriculum development, sharing educational and research experiences among ASEAN universities, and providing virtual class opportunities for Dhaka University students. Potential signing of an MoU with Kobe University and launching a joint PhD program were also discussed. The Pro-Vice Chancellor also attended Japan’s Ministry of Education-organized Global Network Program symposium to explore further international collaboration.

  3. University Teaching and Learning Training
    Dhaka University’s Institutional Quality Assurance Cell (IQAC) organized a 15-day training workshop titled “Training Program: Foundation Certificate in University Teaching and Learning.” The Vice-Chancellor attended the closing ceremony, presenting awards and certificates to 49 participating teachers from various departments.

  4. Japan Foundation Indo-Pacific Fellowship Program
    The Faculty of Social Sciences, Japan Foundation, and Pan-Asia Research Institute jointly organized the Japan Foundation Indo-Pacific Partnership Fellowship Program. Additionally, a mobile committee meeting was held at the Faculty office to improve the park fountain and food quality/cleanliness in the park’s food stalls.

  5. Mental Health and Well-being Programs
    The Department of Clinical Psychology organized a day-long Annual Stress Management & Well-being Program for faculty, students, and staff. Two workshops for MS 2023–2024 students titled “My Journey as a Psychologist” and “Exploring and Using Emotions” were also conducted in the Nasirullah Conference Hall.

  6. Seminar on Higher Education in France
    IQAC organized a seminar titled “Higher Studies in France by Campus France Bangladesh”. The French Ambassador in Bangladesh attended as chief guest, and the Pro-Vice Chancellor (Administration) attended as special guest. The seminar was organized in collaboration with the International Center for Ocean Governance, Expertises France Group (AFD), and Campus France Bangladesh, assuring Bangladeshi students of full support for higher studies in France.

  7. Strengthening Collaboration with Turkish Universities
    Discussions were held with the Turkish Ambassador in Bangladesh regarding enhancing joint education and research, faculty/student exchange programs, reconstruction of Dhaka University’s central mosque complex with financial support from the Diyanet Foundation, and modernization of the Medical Center and various laboratories with technical and financial support from the Turkish Cooperation and Coordination Agency (TIKA). The ambassador also expressed interest in providing scholarships for Dhaka University students for higher education in Turkey.

  8. International Women’s Day Celebration
    The Applied Democracy Lab celebrated International Women’s Day under the theme “Accelerate Effective Measures for Women’s Empowerment.” Students from various departments showcased their social initiatives to prevent violence against women and children through interactive sessions. Forty students from 15 departments participated and issued a declaration advocating for the prevention of violence against women in a new Bangladesh.

  9. International Day for Disaster Risk Reduction
    The Department of Atmospheric Sciences observed International Day for Disaster Risk Reduction to raise awareness about preventable deaths. A rally was held from the administrative building courtyard, and a seminar titled “Disaster Early Warning: International Awareness Day for Preventable Deaths” was organized, featuring panel discussions on weather, public health, emergency response, and disaster risk management with participation from teachers, students, experts, and policymakers.

  10. Workshop on LLMS Trends
    The Institute of Information Technology organized a day-long workshop titled “LLMS in Industry and Academia: Current Trend”, hosted by the Distributed Systems and Software Engineering Research Group. Over 50 students from various departments and institutes participated.

  11. Human Chain Against Violence on Women and Children
    The Department of Criminology organized a human chain on the grounds of Aparajeya Bangla to raise awareness and advocate for the prevention of violence against women and children, ensuring safety and justice. Faculty, students, officers, and staff participated under the supervision of the department chairperson.


© 2025 University of Dhaka. All Rights Reserved.